দিল্লিতে নেই, কোথায় রয়েছেন শেখ হাসিনা, নতুন তথ্য প্রকাশ্যে

 

সেনা অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন পদচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাজধানী দিল্লির এক গোপন ঘাঁটিতে তিনি রয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছিল। যদিও ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। কিন্তু শেখ হাসিনার অবস্থান নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে।

গত বৃহস্পতিবার এক অডিও রেকর্ডিং ফাঁস হয়েছে। তাতে খোদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দাবি করেছেন তিনি বাংলাদেশের কাছাকাছি রয়েছেন। যদিও বাংলাদেশের কাছাকাছি কোন জায়গায় রয়েছেন, তা নিয়ে কিছু জানাননি। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দাবি, সম্ভবত ফের দিল্লি থেকে বাংলাদেশ সীমান্তবর্তী আগরতলাতেই শেখ হাসিনা ঘাঁটি গেড়েছেন। ইতিমধ্যেই ভারতে থাকা নিজেদের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জোগাড় করার কাজ শুরু হয়েছে।

গত ৫ আগস্ট সেনা অভ্যুত্থানের মুখে পড়ে বাংলাদেশ বায়ু সেনার বিশেষ হেলিকপ্টারে চেপে ঢাকা থেকে প্রথমে আগরতলায় পৌঁছন শেখ হাসিনা। তার পরে বিশেষ বিমানে পৌঁছন রাজধানী দিল্লির উপকণ্ঠে থাকা গাজিয়াবাদের হিল্ডন বায়ুসেনা ঘাঁটিতে। এশিয়ার বৃহত্তম সেনা ঘাঁটিতে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থার 'সেফ হাউজে' শেখ হাসিনাকে প্রথমে আশ্রয় দেয়া হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

V 2

P

V