শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ দেওয়া নিয়ে যা বললো দিল্লি
বিদেশ মন্ত্রকের শীর্ষ সূত্রের বক্তব্য, এগুলি করা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক গ্যালারিকে বার্তা দিতে। রেড কর্নার নোটিস দিলেই যে ভারত থরহরি কম্প হয়ে কোনও সিদ্ধান্ত নেবে এমন বিন্দুমাত্র সম্ভাবনা আদৌ নেই।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হয়ে কার্যত নিজ দেশে ভারত-বিরোধী ‘রাজনৈতিক ভাষ্য’ তৈরি করতে চাইছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এমনটাই ঘরোয়া ভাবে জানাচ্ছে সাউথ ব্লক। বিদেশ মন্ত্রকের শীর্ষ সূত্রের বক্তব্য, এগুলি করা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক গ্যালারিকে বার্তা দিতে। রেড কর্নার নোটিস দিলেই যে ভারত থরহরি কম্প হয়ে কোনও সিদ্ধান্ত নেবে এমন বিন্দুমাত্র সম্ভাবনা আদৌ নেই। বরং এই সময়ে দাঁড়িয়ে এই কথাই ঢাকাকে মনে করিয়ে দিতে চাইছেন কূটনীতিকেরা, দেশের অর্থনীতিকে কোণঠাসা অবস্থা থেকে ফিরিয়ে আনতে এবং ভবিষ্যতের ধাক্কা সামলাতে ভারতের সঙ্গে বাস্তবোচিত সম্পর্ক তৈরি করা উচিত। নয়াদিল্লির উপর রাজনৈতিক চাপ বাড়ানোর নীতি নিলে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির সুরাহা হবে না।
