শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশকে সতর্ক করে যা বললো মোদী
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে উল্লেখ করেছেন। রবিবার আল জাজিরায় প্রকাশিত ‘টক টু আল জাজিরা’ নামের ওই সাক্ষাৎকারে জুলাই বিপ্লব, নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, সাবেক সরকারের দুর্নীতি প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি।
সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়ে ড. ইউনূসের বক্তব্য জানতে চান। এ সময় তিনি বলেন, বিমসটেক সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে নিষ্ক্রিয় রাখার অনুরোধ করেছিলেন। তবে মোদি জানান, ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম উন্মুক্ত থাকায় শেখ হাসিনার বক্তব্য নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব নয়।
আল জাজিরা সাংবাদিক জানতে চেয়েছিলেন, শেখ হাসিনা নিজেকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করে ভারতে থেকে বিবৃতি দিচ্ছেন। অন্তর্বর্তী সরকার এটিকে কীভাবে দেখে?
জবাবে ড. ইউনূস বলেছেন, ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে মোদির সঙ্গে আমার আলোচনায় আমি স্পষ্ট করেছিলাম, শেখ হাসিনাকে ভারতে রাখতে চাইলে তা আপনার ইচ্ছা। কিন্তু তার উচিত নয় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করা। তার বক্তব্য জনগণকে উত্তেজিত করছে এবং আমাদের জন্য সমস্যা তৈরি করছে।