শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে মুখ খুললো ভারত
ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কি না—সেই প্রশ্ন আবারও উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে।
বৃহস্পতিবার (১২ জুন) নয়াদিল্লিতে আয়োজিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন।
এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ সরকার দাবি করছে—তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে চায় এবং এ বিষয়ে ভারতের কাছে চিঠিও পাঠানো হয়েছে। কিন্তু ভারত এখনো সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
জবাবে জসওয়াল শেখ হাসিনার নাম উল্লেখ না করে বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। আমি আগেও বহুবার বলেছি—আমরা একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চাই, যা দুই দেশের জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠিত।”