১০ জন দলিল লেখকের সনদ বাতিল

 

সনদ জালিয়াতি, জাল দলিল তৈরি, ভূমি অফিসের ভুয়া খাজনার দাখিলা সরবরাহ, নকল সিলমোহর বানানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে কক্সবাজারের চকরিয়া সাবরেজিস্ট্রার কার্যালয়ের অভিযুক্ত ১০ জন দলিল লেখকের সরকারি সনদ বাতিল করা হয়েছে। গত বুধবার চকরিয়া সাবরেজিস্ট্রার (অ. দা) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে সরকারি সনদধারী এসব দলিল লেখকের সনদ বাতিল করা হয়। এর আগে গত ২৬ জুন পৃথক স্মারকাদেশে কক্সবাজার জেলা রেজিস্ট্রার এসব দলিল লেখকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য চকরিয়া সাবরেজিস্ট্রারকে নির্দেশ প্রদান করেন।

চকরিয়া সাবরেজিস্ট্রার (অ. দা) আবদুল্লাহ আল মামুন জানান, দলিল লেখক (সনদ) বিধিমালা ২০১৪-এর ১২ নম্বর বিধিমতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আইনসংগত আদেশ অমান্য করে গুরুতর পেশাগত অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত করে ১০ জন দলিল লেখকের সনদ বাতিল করা হয়।

অফিস আদেশে সংশ্লিষ্ট দলিল লেখকদের অফিস আঙ্গিনায় প্রবেশাধিকারেও নিষেধাজ্ঞার পাশাপাশি এসব দলিল লেখকদের কাছ থেকে দলিল মোসাবিদা না করার জন্য সর্বসাধারণকে আহবান জানানো হয়েছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

V 2

P

V