ভূমি কর্মকর্তার ঘুষ দূর্নীতির রমরমা বাণিজ্য

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী নাসিরনগর ইউনিয়ন ভূমি অফিস এখন পরিণত হয়েছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আশফাকুর রহমানের ঘুষ দূর্নীতি আর লুটপাট বাণিজ্যের অভয়ারণ্যে।

এখানে ঘুষ ছাড়া মেলেনা সেবা, নড়েনা ফাইল। রহস্যজনক কারণে কর্তৃপক্ষও নিশ্চুপ।

জানা গেছে নামজারী, এপি, ভিপি, এলএ, হাট চাঁদনী, জলমহাল, বালুমহাল বরাদ্দ নবায়ন ও তদন্ত রিপোর্টের নামেও চলছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আশফাকুর রহমান এর রমরমা লুটপাট বাণিজ্য। আর এসব অবৈধ কর্মকাণ্ডে তাঁকে সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছে তাঁর সৃষ্ট সংঘবদ্ধ দালাল সিন্ডিকেট।

এতে ব্যক্তিগতভাবে আশফাকুর রহমান অঢেল অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুললেও সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

তাই আশফাকুর রহমানকে অনতিবিলম্বে অপসারণ ও তাঁর অবৈধ সম্পদের খোঁজ তল্লাশী নিতে উর্ধতন কর্তৃপক্ষ সহ দুদকের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন নাসিরনগর এলাকার সচেতন মহল।।

পুনশ্চ: এই রিপোর্টের সারমর্মটুকু জানিয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আশফাকুর রহমানকে অবহিত করা হলেও তিনি আত্মপক্ষ সমর্থনের প্রশ্নে কোনো বক্তব্য প্রদান করেননি।। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।।।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

V 2

P

V