কবে দেশে ফিরবেন তা জানালো শেখ হাসিনা
গত বছর ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক হিসেব নিকেশ বদলেছে। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই সে দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামি লিগের সদস্যরা আক্রান্ত। কেউ পরিজনকে হারিয়েছেন তো কারোর জীবন জীবিকা নষ্ট হয়েছে। কেউ আবার এখনও নিখোঁজ। পরিবার-পরিজন হারানো সদস্যদের সঙ্গে সোমবার সন্ধ্যেয় ভারচুয়ালি কথা বললেন শেখ হাসিনা। আশ্বাস দিলেন, সব অপরাধের বিচার হবে। তবে ধৈর্য ধরতে হবে।
এদিন আওয়ামি লিগের তরফে ফেসবুক লাইভের আয়োজন করা হয়েছিল। যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্ত মানুষজন তাঁদের ‘আপা’র সঙ্গে কথা বলেন। নিজেদের প্রিয়জনকে হারানোর দুঃখের কথা তুলে ধরেন। সুবিচারের আর্জি জানাতে থাকেন। অভিভাবকহীন জীবন কতটা কঠিন চোখের জলে তা বুঝিয়ে দেন প্রত্যন্ত এলাকার মানুষজন। তাঁদের একটাই আর্জি, “আপা আপনি ফিরে আসুন। আমরা আছি আপনার সঙ্গে।” দেশের মানুষের আকুলতা বুঝতে পারেন হাসিনাও। নিজের পরিবার হারানোর উদাহরণ টেনে তিনি বলেন, “আমিও আমার পরিবার হারিয়েছি। লড়াইটা সহজ ছিল না। আল্লাকে ডাকুন। সুবিচার হবেই। তবে ধৈর্য ধরুন। আমি সামনের মাসে (জুলাই) আসতে পারি, আপনারা দোয়া করবেন” দেশে ফেরার প্রতিশ্রুতিও দেন মুজিবকন্যা।