শাহবাগে ৮ দফা দাবিতে অবস্থান সংখ্যালঘু সম্প্রদায়ের


 আট দফা দাবি নিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার (১০ আগস্ট) বেলা ৩টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে জড়ো হন তারা। এছাড়া ‘আমার দেশ সবার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘ধর্ম হোক যার যার, রাষ্ট্র হোক সবার’, ‘আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়ব না’ প্রভৃতি স্লোগানো দিতে দেখা যায় তাদের। এসময় সংখ্যালঘু অধিকার আন্দোলনের ব্যানারে ৮ দফা দাবি জানায় তারা।

তাদের ঘোষিত ৮ দফা দাবিগুলো হলো-

  • সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা।
  • অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
  • সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করা।
  • হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিষ্টানধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করা।
  • দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করা।
  • প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনাকক্ষ বরাদ্দ করা।
  • সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করা।
  • শারদীয় দুর্গাপূজায় ৫ দিন ছুটি দেওয়া।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার পদত্যাগের পর পরই সারাদেশে বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত দেশের কয়েকটি স্থানে এই হামলা চলমান থাকায় তার প্রতিবাদে নামে সনাতন ধর্মাবলম্বীরা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

V 2

P

V