গোপালগঞ্জে আ. লীগের মিছিল থেকে সেনাবাহিনীর গাড়িতে আগুন

 

গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল থেকে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলা গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাসস্ট্যান্ডে পাশে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

গোপালগঞ্জে কর্তব্যরত সেনাবাহিনীর মেজর আকিকুর রহমান রোসাদ ফোনে বলেন, 'ঘটনাটি লোকমুখে জানতে পেরেছি। বাকি তথ্য পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে।'

স্থানীয়রা জানান, বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে 'দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে' গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জ সদর উপজেলা গোপীনাথপুর ও জালালাবাদ, কাশিয়ানী উপজেলা নিজামকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

V 2

P

V